খ্যাপার খুলি
------------
যাত্রাপথে অনেক কিছুই উড়বে, পুড়বে
ঘুরে মরবে অনেক চাদর, দ্রব্যগুনে
অনেক মাথার, অল্পকিছুর কামাই হবে
বাদ বাকি সব, বাদবাকি সব, গল্প শুনে।
কিছু তরল, কঠিন গুলে, নরম মনে
ডাকের আশায়, বাঁধবে বাসা, গরম রোদে
উড়ন্ত সব ফড়িং ধরে, বাঁধবে সুতো
শুনবে, বুঝবে ? দুঃখ নাকি, ফালতু ক্রোধের।
জুড়িয়ে যাবে ঠান্ডা চায়ে, চিনির প্রলেপ
এক মুঠোতে আটকে যাওয়া, দু-চার আঙ্গুল
পুড়িয়ে দিও, চাদর, ফড়িং, ফোকাস রোদে
ঠিক-এর জলে চামচে নেড়ো সমস্ত ভুল।
No comments:
Post a Comment
FEEL FREE TO WRITE WHAT REALLY YOU ARE FEELING .. I WONT MIND IF IT IS CRAP ;)