এতো সম্ভব অসম্ভবের মতই
দূর্বলতার মতই শক্তিশালী
এত উজ্জ্বল উপস্থিতির ক্ষত
পাল্টায় ঘর, নজর কুড়োয় খালি
যত দিন যায়, আসে দিন তার বেশি
সময় ফেলে উপস্থিতির চড়া
তোমার ঘরে ঘর বাঁধা কোন দোষে
অবাধ্য কেন তোমার প্রেমে পড়া
সান্তনা ভেবে তুফানে ভাসাই তরী
ফিরে আসি রোজ দেখি চেনা তীর ভিড়ে
গল্পরা শুধু জানে ও জানায় কথা
চলে যাওয়া দেখি আমি জানলায় ফিরে।