সুন্দর ফেলে এমনিতে কলরব
শব্দেরা জানে নিঃশব্দের ভাষা
এক ঝলকই তোমায় দেখা কাফি
চোখে চোখ রাখা মিথ্যে কিছু আশার
বদলাও তুমি নিজেকে নিজের মতো
আমি ঘুরেফিরে পরিবর্তন সাজি
তিক্ষতা শুধু ছুঁয়ে যায় অবিরত
গোপনীয়তায় পোড়াও স্বপ্নবাজি
ওঠে ঝড় কিছু নামকরণের আগেই
বেনামী সূত্র ফেলে রাখে ঘড়ি কাঁটা
যা কিছু প্রিয়, থাকে প্রিয়র মতই
আজনবি হয়, চেনা গন্ধের পাতা।