বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Friday, December 21, 2012

আন্তাবড়ি - ২



(সকাল ৯ টা বাস স্ট্যান্ড, একটি লোক দাঁড়িয়ে, পাশে আর একজন এসে দাঁড়ায় ।)
আর একজন লোক জিজ্ঞাসা করে ।
-    
--   কোথায় আছি বলুন তো ?
--   কেন যেখানে ছিলেন ।
--   ইয়ে মানে সেটাই বা কোথায় ?
--   কেন আপনি কি ভবঘুরে । এক জায়গায় থাকেন না ?
--   এইরে তা তো বলতে পারবো না । তবে সেরকম উৎখাত জাতীয় কিছু হইনি কখনো । হলে হয়তো ভবঘুরে হয়ে যাবো ।
--   তাহলে তো মিটেই গেল, আগে যেখানে ছিলেন এখনো সেখানেই আছেন ।
-   আচ্ছা মুস্কিল সেটাই তো জানতে চাইছি আগে ঠিক কোথায় ছিলাম ।
--   না ঠিক কতক্ষণ আগের কথা জানতে চাইছেন ।
--   আপনি ঠিক কতক্ষণ আগের কথা জানেন ?
--   এই তো মিনিট তিনেক আগে আপনি আমার পাশে এসে দাড়ালেন ।
--   ঠিক বলছেন । মিনিট তিনেক ?
--  একদম কাঁটায় কাঁটায় ঠিক না হলেও, আপাতভাবে সেরকম ।
--   তাহলে দেখুন সময় ব্যাপার টাই তো আপাত । আর সময় আর স্থান দুটোই পরস্পরের উপর নির্ভরশীল । তাহলে আপনি কি বলতে পারেন যে আমি আগে যেখানে ছিলাম এখনও সেখানেই আছি ।
--   না আপনি কি রকম থাকার কথা বলছেন ? সে টা বুঝলাম না
--   ও মা না বুঝেই বলে দিলেন বুঝি ? এ অন্যায় । না বুঝে বলবেন না ।
--   জিজ্ঞেস করলেন কেন ।
--   জিজ্ঞেস করলেই বলতে হবে ? ছোটোবেলা থেকে তো কত কি জিজ্ঞেস করেছে কত লোকে আপনাকে । সব কিছুরই কি উত্তর দিয়েছেন ?
--   না তা দিইনি ।
--   তবে আজ দিলেন কেন ?
--   ইয়ে বাস এসে গেছে । আসি
--   সাবধানে ।
--   হ্যাঁ । 
--আর কাউকে কিছু বলবেন না । জিজ্ঞেস করলেও বলবেন না । মনে থাকবে ?

আন্তাবড়ি - ১



- ও দাদা আপনি হাটতে যাচ্ছেন ?
- অন্ধ নাকি দেখছেন না হাটছি !
- আহা আমি এ হাটার কথা বলিনি
- তবে কি গড়িয়াহাটা-র কথা র বলছেন ।
- আঃ রসিকতা করছেন কেন ?
- রসিকতা তো আপনি করছেন মশাই ।
- অমনি বললেই হল ? আমাকে হাটতে দেখে জিজ্ঞেস করলেন কেন হাটতে যাচ্ছি কিনা । জানেন না আমি রোজ সকালেই হাটি ।
- ধুত্তেরি আমি কি এই হাটার কথা বলেছি নাকি ?
- বলেননি আবার এই শুরুতেই তো বললেন । “হাটতে যাচ্ছেন”
- আঃ আপনি বুঝছেন না ।
- কেন বুঝতে যাবো ? বুঝে কি উদ্ধার হবে শুনি । কি পরিবর্তন টা আনবেন বুঝিয়ে হ্যাঁ ?
- আমি কখন বললাম আমি পরিবর্তন আনবো ?
- এই যে বলছেন । আপনি এ হাটা নয় অন্য হাটার কথা বলছেন । তা যেটা রোজকার বাইরে তাই তো পরিবর্তন ।
- তা ঠিক কিন্তু আমি কিন্তু তা বলিনি ।
- ও তাহলে আপনি ঠিক বলেননি স্বীকার করছেন তো ? আমিও জানতুম আপনি ভুল বলছেন ।
- কি যাতা বলছেন? ভুল কি বললাম ?
- কেন আপনি তো বললেন যে আমি ঠিক বললাম ।
- তাই বলে কি আমি ভুল বললাম ?
- ঠিক আছে আমিও ঠিক, আপনিও ঠিক । শান্তি ।
- হ্যাঁ সেটাই তো বলছি ।
- সেটা ঠিক বলছেন ?
- মনে তো হয় ।
- কেন সন্দেহ কি সে ?
- কি সে আবার সন্দেহ হতে যাবে ?
- ওই যে কি মনে হয় ঠিক করে উঠতে পারছেন না ।
- আমি তো শুধু বলছিলাম......
- কি বলছেন দেখা তো গেলো । আর কিছু বলতে হবে না । হা হা হা ।
- ঠিক আছে তবে থাক আর বলবো না ।
- চলুন হেটে আসি বাকি টা ।
- হ্যাঁ রোজই তো হাটছি ।