(সকাল ৯ টা বাস স্ট্যান্ড, একটি লোক দাঁড়িয়ে, পাশে আর একজন এসে দাঁড়ায়
।)
আর একজন লোক জিজ্ঞাসা করে ।
-  
 
--  
কোথায় আছি বলুন তো ?
--  
কেন যেখানে ছিলেন ।
--  
ইয়ে মানে সেটাই বা কোথায় ?
--  
কেন আপনি কি ভবঘুরে । এক জায়গায় থাকেন না ?
--  
এইরে তা তো বলতে পারবো না । তবে সেরকম উৎখাত জাতীয় কিছু হইনি কখনো ।
হলে হয়তো ভবঘুরে হয়ে যাবো ।
--  
তাহলে তো মিটেই গেল, আগে যেখানে ছিলেন এখনো সেখানেই আছেন ।
-  
আচ্ছা মুস্কিল সেটাই তো জানতে চাইছি আগে ঠিক কোথায় ছিলাম ।
--  
না ঠিক কতক্ষণ আগের কথা জানতে চাইছেন ।
--  
আপনি ঠিক কতক্ষণ আগের কথা জানেন ? 
--  
এই তো মিনিট তিনেক আগে আপনি আমার পাশে এসে দাড়ালেন ।
--  
ঠিক বলছেন । মিনিট তিনেক ?
--  একদম কাঁটায় কাঁটায় ঠিক না হলেও, আপাতভাবে সেরকম ।
--  
তাহলে দেখুন সময় ব্যাপার টাই তো আপাত । আর সময় আর স্থান দুটোই পরস্পরের
উপর নির্ভরশীল । তাহলে আপনি কি বলতে পারেন যে আমি আগে যেখানে ছিলাম এখনও সেখানেই
আছি ।
--  
না আপনি কি রকম থাকার কথা বলছেন ? সে টা বুঝলাম না
--  
ও মা না বুঝেই বলে দিলেন বুঝি ? এ অন্যায় । না বুঝে বলবেন না ।
--  
জিজ্ঞেস করলেন কেন ।
--  
জিজ্ঞেস করলেই বলতে হবে ? ছোটোবেলা থেকে তো কত কি জিজ্ঞেস করেছে কত
লোকে আপনাকে । সব কিছুরই কি উত্তর দিয়েছেন ? 
--  
না তা দিইনি ।
--  
তবে আজ দিলেন কেন ?
--  
ইয়ে বাস এসে গেছে । আসি
--  
সাবধানে ।
--  
হ্যাঁ । 
--আর কাউকে কিছু বলবেন না । জিজ্ঞেস করলেও বলবেন না । মনে থাকবে ?