বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Friday, April 5, 2013

আরও একবার

 অনেকদিন পর লিখছি । অনেকদিন টা ঠিক কতদিনে হয় ঠিক জানা নেই । তবে আগে যেমন ঘনঘন বেশ লুস মোশনে লিখতাম, তেমন নয় । তবে তাতে গাঢ়ত্ব কত বেড়েছে বলতে পারবো না । একটু অন্য ছন্দ, একটু অন্য রিদিমে লেখা । আগে এমনটা লিখিনি । বিষয়টাও কতকটা একঘেয়ে লাগতে পারে । তবে লাগুক । তবে এখনও লিখতে পারছি এতে বেশ আশ্বস্ত । একটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত । ঘাম টা মাথা থেকে পা-য়ে পড়ার আগেই অবশ্য শুকিয়ে গেছে । আর কিছুটা সময় ছড়িয়ে গেছে ফাঁকা উঠোনে । কুড়িয়ে নিও যে যার মত সময় পেলে ।

ভাবিস না তুই আলোর চেয়ে জোরে ছুটবো আমি
ফেরার চেষ্টায় অবাধ জলে আবছা সামিল
তোর প্রায় ফুরোনো সময়টাকে বাধবো বলে
আর কিছু টা চাইছি সময় রাত পোহালে
আমি তোর ঠিকানায়, তোর সীমানায়
দূরবীনে চোখ আস্ত কানা
আলপিনে ফুল
আর কিছুটা চাইছি সময়
আর কিছু ভুল

ভাবিস না তুই ডুব দেবো না ভরলে কানায়
ফিরছি ভিজে ফিরছি তোর ওই ভুল ঠিকানায়
তোর চাঁদের বাড়ি, চরকা কাটা বুড়ির সুতো
ফেরার বিকেল, ওড়ায় ধূলো তোর এক মুঠো
তোকে সাহস দেখাই, বাঁচবো একাই
শক্ত মনে
তবুও কিছু চাইছি সময়
মন্দ বলে ।