বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Thursday, June 21, 2012

হেমলক সোসাইটি - একটি না দেখা রিভিউ

কাল বেরুচ্ছে , যেতে পারবো না এখুনি কিন্তু ফাজলামি মারতে বড় ইচ্ছে । তাই কিছু কথা ।

মহাশয় এর শুরু বিখ্যাত না হয়েই "অটোগ্রাফ" দিয়ে, আর সেটা বাজারজাত করা মাত্রই রাতারাতি বিখ্যাত , তারপর তো "বাইশে শ্রাবণ" এর বাঁশ প্রায় প্রতিটা বাঙ্গালীর আদ্যপ্রান্ত শুদ্ধিকরণ করে ছেড়ে দিয়েছে , আর তিনিই আগামী কাল রথের দড়ি টানা শেষ হতেই টানতে টানতে নিয়ে হাজির করছেন এক দঙ্গল আত্মহত্মায় ইচ্ছুক ছেলে, পুলে, কাকু, কাকীমা জে,ঠা জেঠিমা দের । বেনীমাধব শীল থেকে অদ্যবধি যিত্না পঞ্জিকা বেরিয়েছে সেই রঙটাকেই বেছে নিয়েছেন মহাশয় তার "হেমলক সোসাইটি"-র ব্যানারে, কেন তা জানিনা, নিশ্চয় কারণ থাকবে, না থাকলেও তৈরী হবে । তবে সেই রংটাই পাবলিক অলরেডি হেভভি খেয়ে ফেলেছে তাই কার্যকারণ সম্পর্ক টা নিয়ে অতটা দুশ্চিন্তা নেই । শুধুমাত্র মমসম খ্যাপা গোষ্টি কে নিয়ে সমস্যা । আমাদের প্রিয় পরম দ তার চরম অ্যাক্টিং ক্যাপা নিয়ে আবার নিশ্চয় কাঁপিয়ে দিয়েছেন । কোয়েল দি তার "পাগলু" ছাগলু দের সামলে কালো কার্ডিগানে একটু অন্যরকম হতে চেষ্টা করেছেন । আর ইত্যাদি ইত্যাদি যার যারা আছেন চমকে দেওয়ার মত মাল মশলা তাদের কাছেও সমান ভাবে রেডি থাকবে এটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলুম আপাতত । সুতরাং "হেমলক সোসাইটি " বং সোসাইটি-র মনে লক হতে কতটা সক্ষম হয়ে দেখার । তাই সকলের ব্যাপার টা কি পাকিয়েছে সকলের হলে গিয়ে দেখা "উচিত অবশ্যই" । কারা কারা যাচ্ছ ?