বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Thursday, November 1, 2012

কি যে হয় , লাগে না ভয়

আজকে সন্ধ্যে থেকে খ্যাপামির জিন টা Overexpress হয়ে আছে । তাই এই রাত ১২ টার পর কিছুটা সৃজনশীলতায় উপড়ে দেওয়ার ইচ্ছে হয়েছে । কি বোর্ডে আঙ্গুল ছুঁয়ে আগডুম বাগডুম যা বেরোচ্ছে সেটা কে স্বপ্নদোষ ছাড়া আর কিছুই বলা যায় না । তবুও একটা কন্ট্রোল রাখার আদিম চেষ্টা রেখেছি কোনো ক্রমে । মনের মধ্যে বিরক্তি নেই, ক্ষেদ নেই,Depression D থেকে Frustration এর F টা কারুর দেখা নেই । এমন একটা ড্রাই ডে তে আর কি করা যায় । তাই আমার একামেবাদ্বিতীয়ম বাচালতার হোল্ডার এই ব্লগ খানির উপর জুলুম বাজি করছি । একটু আগে ফেসবুকে দু-দুবার খিল্লি কলম চালিয়ে সাফল্য পেয়ে সেগুলো এখানে বোঝাই করতে এলুম ।

প্রথম লেখাটি পড়ে বোঝো

খাচ্ছ খাও
নিপাত যাও

গল্পেরা ঘেটে ঘুঁটে রাতে যাবে শুতে
ব্রেকফাস্ট ছুরি দেবে আঙ্গুলেতে পুঁতে
বাটারে বাটারে এ যত মাখা পাউরুটি
বিছানা ছাড়িনি পায়ে অজন্তা চটি
ঘুরে ফিরে দিনকাল বদলায় ফ্রি তে
ডায়েট চার্ট এ শুরু হাতি ছাপ ঘৃতে ।

আর দ্বিতীয় লেখা টি আমাকে আমার জন্য

ভূত চতুর্দশী

ছমছমে রাত, ভূত দেবে সাথ,
খুলে রেখো জানলা, দরজার পাল্লা
ঢুকে যদি ঘরে ওরা, বসে পড়ে পাশে
কাটিয়ো রাত খানা, অতি উল্লাসে
রাম নাম ভুলে আজ, জমে যাবে সিন
আজ আজ আজ আজ দাদা হ্যাপি Halloween