বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Tuesday, July 8, 2014

বিশ্বকাপ ফুটবলের গ্যাড়াকলে ভারতে গুগল ফাইল শেয়ারিং সার্ভিস ব্যহত !!!




ট্যান টা নানাআআআআআআ...

ভারতে বিগড়েছে গুগলের ফাইল শেয়ারিং পরিষেবা...

ভারতীয় আই এস পি (ISP) তে গুগলের অন্যতম ক্লাউড সার্ভিস বা ফাইল শেয়ারিং পরিষেবা গুগল ড্রাইভ অকেজো হয়ে পড়েছে। গুগল ড্রাইভে কোনোরকম ফাইল আপলোড করা যাচ্ছে না বা কোনো আপলোড করা ফাইল ডাউনলোডও করা যাচ্ছে না। মূলত এম টি এন এল (MTNL) এবং বি এস এন এল (BSNL) এর এর ইন্টারনেট গ্রাহকদের মধ্যেই এই সমস্য দেখা যাচ্ছে। এছাড়ারো গুগলের Short URL সার্ভিস পরিষেবাও ব্যহত হয়েছে MTNL ও BSNL ইন্টারনেট গ্রাহক দের ক্ষেত্রে।

এই সমস্যার সূত্রপাতে টর্চ ফেলে যেটুকু চোখে রেটিনাগত হল তা এরকম।

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ভারপ্রাপ্ত MSM (Multi Screen Media) অন্যান্য কোনো ওয়েব সাইটে বিশ্বকাপ ফুটবলের অবৈধ সম্প্রচার রুখতে দিল্লী হাইকোর্টে মামলা করে। সেই মামলার ফল স্বরূপ বিশ্বকাপ চলাকালীন লাইভ স্ট্রিমিং করতে পারে এরকম কোনো সাইট সাময়িক ভাবে বন্ধ রাখার আদেশ দেয়।

কিন্তু ব্যাপারের জটিলতা তুঙ্গে ওঠে যখন দেখা যায় এই ব্লকিং-এর আওতায় গুগলের ড্রাইভ / গুগল Short URL এর মত পরিষেবা গুলিও ব্লক হয়ে গেছে।

ভারতীয় হাইকোর্টের আদেশ অনুসারে বিশ্বকাপ চলাকালীন প্রায় ২১৯টি ওয়েবসাইট যা লাইভ স্ট্রিমিং-এ সক্ষম তা ভারতীয় ISP দ্বারা ব্লক থাকবে।

আপাতত গুগল ড্রাইভে ফাইল আপলোড করে রাখতে যারা অভ্যস্ত অথচ ফাইল ডাউনলোড করতে পারছেন না, তারা গুগল ড্রাইভ সফটওয়্যারটি ডাউনলোড করে নিজের ডেস্কটপ বা ল্যাপটপ-এ ফাইলগুলি ডাউনলোড করে নিতে পারবেন। অতএব Data হারাবার ভয়ের কোনো কারন নেই।

অবশ্য শেষমেষ একটা দ্বন্ধ্ব থেকেই যাচ্ছে যে এ কি শুধুই ব্লক নাকি গুগলের কোনো যান্ত্রিক গোলোযোগ ! কি মনে হয় ?