এই লেখাটার জন্য কিন্তু আমি ফুল ক্রেডিট নিচ্ছি বস । আজ সকালের মাত্র দু-ঘনটার নাটক কে বেস করে লিখে ফেলেছি , এবং সেটা আমি বেশ এনজয় করছি । আর তাই যে যাই মনে করুক আমি এটা তোমাদের সবাইকে পড়তে বলছি । আর এনজয় করলে আমার হটলাইন নাম্বার ১০০ তে ফোন করে জানিও ।