পাল তুলেছে শহরতলি, বারিষ মানেই তুমি আমি,
নিকষ কালো মেঘের গায়ে, আটছে গদি কৃষ্ণস্বামী ;
নেহাত কপাল মন্দ হলে, ঘরবন্দি দ্বিতল বাড়ি
গোমড়া মুখে গুটিয়ে জিন্স কল্পনাতেই লাড্ডু ফাড়ি ;
আমার শহর, ক্লেমিং খানা, দহেজ পাওয়া অহংকারে
থাকলে পাশে যেমন খুশি, নহিতো ফির খিস্তি ঝাড়ে ;
শহরতলি বর্ষা আনে লার্জ স্ক্রিনে, ক্যাফে কফি
এক চিলতে রোদ্দুর আজ তোমার মুখে নিয়ম মাফিক ;
ভেজা ঘাসে, ছিড়তে থাকা, অতীত কালের দিল-দিওয়ানা
নিয়ম মাফিক দেখতে হাসি খুচরো পকেট আর চলে না ।।
নিকষ কালো মেঘের গায়ে, আটছে গদি কৃষ্ণস্বামী ;
নেহাত কপাল মন্দ হলে, ঘরবন্দি দ্বিতল বাড়ি
গোমড়া মুখে গুটিয়ে জিন্স কল্পনাতেই লাড্ডু ফাড়ি ;
আমার শহর, ক্লেমিং খানা, দহেজ পাওয়া অহংকারে
থাকলে পাশে যেমন খুশি, নহিতো ফির খিস্তি ঝাড়ে ;
শহরতলি বর্ষা আনে লার্জ স্ক্রিনে, ক্যাফে কফি
এক চিলতে রোদ্দুর আজ তোমার মুখে নিয়ম মাফিক ;
ভেজা ঘাসে, ছিড়তে থাকা, অতীত কালের দিল-দিওয়ানা
নিয়ম মাফিক দেখতে হাসি খুচরো পকেট আর চলে না ।।