বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Friday, August 10, 2012

BINITO BADOL (বিনিত বাদল)

পাল তুলেছে শহরতলি, বারিষ মানেই তুমি আমি,
নিকষ কালো মেঘের গায়ে, আটছে গদি কৃষ্ণস্বামী ;
নেহাত কপাল মন্দ হলে, ঘরবন্দি দ্বিতল বাড়ি
গোমড়া মুখে গুটিয়ে জিন্স কল্পনাতেই লাড্ডু ফাড়ি ;
আমার শহর, ক্লেমিং খানা, দহেজ পাওয়া অহংকারে
থাকলে পাশে যেমন খুশি, নহিতো ফির খিস্তি ঝাড়ে ;
শহরতলি বর্ষা আনে লার্জ স্ক্রিনে, ক্যাফে কফি
এক চিলতে রোদ্দুর আজ তোমার মুখে নিয়ম মাফিক ;
ভেজা ঘাসে, ছিড়তে থাকা, অতীত কালের দিল-দিওয়ানা
নিয়ম মাফিক দেখতে হাসি খুচরো পকেট আর চলে না ।।