- পুটকি টা দেখছেন ?
- কোথায় ?
- ওই যে দেওয়ালে দেওয়ালে ।
- কোন দেওয়ালে ?
- হোয়াইট হাউসের দেওয়াল নিশ্চয় বলিনি ।
- বলেননি যে কি করে বুঝবো ? আপনি তো সেটাও বলেননি যে আপনি বলেননি ।
- আমি তো শুধু পুটকি বোললাম ।
- তো হোয়াইট হাউস-ও বলতে পারতেন ।
- না কেন বলবো ?
- এই, যে জন্য পুটকি বললেন ।
- সে তো পুটকি আছে বলে বোললাম ।
- সে টা কোথায় ?
- দেওয়ালে ।
- দেওয়াল টা কোথায় ।
- সেটা জিজ্ঞেস করুন না ।
- করতে দিচ্ছেন কই !
- দিচ্ছি না বলে করবেন না ?
- করতে দিলেই বা কেন করবো ।
- সুযোগ এলে সদ্ব্যবহার করতে হয় বলে ।
- সব ব্যবহার কি সৎ হয় ?
- অসৎ না করলেই হয় ।
- আপনি জানেন আমি সৎ
- আপনিও তো জানেন না আমি সৎ কি না ।
- তাতে আমার কি ?
- তাতে আপনারও কিছু না ।
- তাহলে পুটকি দেখুন ।
- কোথায় ?
- দেওয়ালে দেওয়ালে ।