বাজার যখন নেহাত মন্দা , ডলার আর রুপাইয়া র প্রেম কাহিনী তে ঘোর ডামাডোল , ডলার সাহেব কেবল ভাও খেয়ে দর বাড়িয়ে চলেছেন আর আপামর এশিয় দরদর করে ঘেমে নেয়ে একাকার । লাভ ক্ষতির হিসেব টা এখন বিকট ভাবে প্রকট । ঠিক কোন ফান্ড এ ইনভেস্ট করলে ভবিষ্যতে দুচারটে লাক্স কোজি কেনা যাবে তার হিসেব নিকেশ টা অব্যর্থ হয়ে দাড়িয়েছে । চিন্তামণি-র সল্যুশন এখনও হাজির তবে সে এখন ডট কম দুনিয়ায় তুখোর , খান পচিশ পলিসি স্কিম এর comparison chart এর দৈনিক মেল নিয়ে মেলা বসান রোজ । লাভ ক্ষতির হিসেব টাকে এই টঙ্কার এর ঝঙ্কার থেকে একটু উর্ধে নিয়ে যেতে চাইলে যাওয়া যায় তবে তলানি কিন্তু এটাই , তাই চুমুক টা আসতে দাও বা জোরে অবশেষে হেচে কেশে সেই হরিনাম এ গৌরী সেন ।
ভাবতে গেলে নেহাত মন্দ কিছুই নয়
সব কিছুতেই মন্দ ভালো কম বেশী
বেচা কেনা চলছে বিশ্ব দরদামে
আলুভাতেও উঠছে গড়ে মাসপেশী ।।
ভাবতে গেলে নেহাত মন্দ কিছুই নয়
সব কিছুতেই মন্দ ভালো কম বেশী
বেচা কেনা চলছে বিশ্ব দরদামে
আলুভাতেও উঠছে গড়ে মাসপেশী ।।
No comments:
Post a Comment
FEEL FREE TO WRITE WHAT REALLY YOU ARE FEELING .. I WONT MIND IF IT IS CRAP ;)