বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Wednesday, June 20, 2012

আজ বুধ , বাকি থাকা সুদ

সক্কাল সক্কাল নিখতে (বানান ভুল নয়, আদিখ্যেতা) বসেছি । আবার, হ্যাঁ আবার । সেই ফেব্রুয়ারী-র মাঝামাঝি একখানা শেষ নৈবেদ্য দিয়ে কদিন পুরানো বান্ধবী-র মত ভুলে ছিলাম , কিন্তু ক্ষ্যাপা তো সুখে থাকতে ভুত না কিম্ভুত কিসে কিলোলো জানি না , তাই আবার just Do iT অ্যাটি নিয়ে নেমে পড়েছি । 

বেশ কদিন পড়াশুনো ছেড়ে দিলে যেমন পড়ার অভ্যেস টাই চলে যায় এই আজ নিখতে বসে সেই হাল । কি যে লিখবো কিছুই বুঝে উঠতে পারছি না । অবশ্যই বাজারে লেখার তো বিষয়ের অভাব নেই । সকালবেলা থেকে আরম্ভ করে বিকেল এমনকি সন্ধে গড়িয়ে রাত্রিবেলা অবধি এই কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয় নয় করে ২৫ খানা সংবাদ পত্রের বেজায় রমরমা আর তাদের হরে দরে গড়ে খান পনেরো পাতায় লেখার ছড়াছড়ি , অতএব লেখার যে বিষয় নেই বললে ডাহা মিথ্যে বা আকাট মুখ্যু বলা ছাড়া উপায় থাকে না । তবে আমি নিজেকে সব বিষয়ে মুখ্যু বলতে চাই না আবার কোনো বিষয়ে আগাধ পান্ডিত্য ফলাবার felicitation টাও ঠিক কাম্য নয় , আসলে আমি ঠিক কি চাই তা আমি ঠিক নিজেও জানি না । তাতে মুখ ব্যাকাবার কিছু হয়নি আর চার পাঁচটা লোক কে পোশ্ন ( আবার ভুল নয় , আদিখ্যেতা) করলে দেখবে তারাও খানিকক্ষণ চুলো মাথা কিংবা টাক খানা জামাইকান বাঁদর এর মত খুঁজলে বলবে পেলেই হল । আরেবাবা চাইলে তো পাবে কিন্তু মুস্কিল হল কেউ তার চাহিদা টা সহজে ফাঁস করতে চান না । একমাত্র করেন ট্যাক্সি ড্রাইভার রা । আর তাদের চাহিদা শুনলেই আর পাঁচ ছয়টা মধ্যবিত্তের ঠিক নিজের চাহিদা প্রকাশ এর ইচ্ছে টাকে গ্যাটেই আটকে রাখতে হয় । কিন্ত গ্যাট এর গিট টা অতিব শিথিল আর তাতেই বিপত্তি । কোথা দিয়ে যে কি হয়ে যায় তা বুঝে উঠতে উঠতে উঠতেই পাখি হাওয়া । পাখি বলতে কি ? শুধু গুয়ে শালিক আর কুচকুচেশ্বর কাক ? রাজ্যে লাল , সবুজ আর তেরঙ্গা মাছরাঙা ও ঘোরে তবে ট্রাফিক জ্যাম এ বার্ড ওয়াচিং? অর্বাচীন । ব্যাস যুদ্ধ শুরু, এখন আসি, আর ফেরার আগে একখানা ইয়ে ............

লাল ভিটে মাটি উচ্ছেদ, তার লালচে অহংকার,
লাল ভিটে মাটি পুড়ছে, ছিড়ছে জোড়া তার,
ভাবি নাগরিক তোমার অন্তস্থলে স্থান
হাজার নিহত শরীর গড়ে দেশের উপাখ্যান;
তাই ভাবনা ভাবনা স্থির, আহত তিতুমীর
আর মনের কোনে উঠছে জেগে দিওয়ানা ফকির ।।

লাল ভিটে মাটি রাত্তির, তার ফিকে হওয়া দিন
লাল ভিটে মাটি মন্দির, তার চিহ্ন অমলিন
,
নিলচে বিষে আজ সাহসে জমছে পোড়া ছাই
তবু খেলছে যারা, করছে আত্মস্থ বড়াই
তাই ভাবনা ভাবনা স্থির, আহত তিতুমীর;
আর মনের কোনে উঠছে জেগে দিওয়ানা ফকির ।।

লাল ভিটে মাটি তারায় তারায়, তার শতাব্দীর রঙ
লাল ভিটে মাটি মিথ্যে আঁধার, যত্নে সাজা সং
,
মনের কাথা যা হোক, তোর মাথার দিব্যি আজ
চলছে খেলা চলবে খেলা, ভিড়বে না জাহাজ
তাই ভাবনা ভাবনা স্থির, আহত তিতুমীর;
আর মনের কোনে উঠছে জেগে দিওয়ানা ফকির ।।

জানতে ইচ্ছে রইল দুচাট্টে গালিগালাজ কিংবা চিমটি সয়ে যাবে । দিতে ভুলবেন না। নাম দিয়েছি দিওয়ানা ফকির

4 comments:

  1. লাল ভিটে মাটি তারায় তারায়,তার বুকের সবুজ ধান,
    লাল ভিটে মাটি কাঁটাতারের বেড়ায় বাঁধা প্রাণ;
    ভাতের থালায় পড়লে কাঁকর মুখটি করো ভার,
    পাথর চাপা জমির উপর,রাত কাটে না আর!
    তাই ভাবনা ভাবনা স্থির,আহত তিতুমীর;
    আর মনের কোণে উঠছে জেগে দিওয়ানা ফকির।।

    ReplyDelete
    Replies
    1. 4th Stanza ta khasa holo bhaya sudhu chokkhu lojjai nijer bole chalate dwidha hobe.. :)

      Delete
  2. Laale sobuje terongay badhchhe je gol bhari;
    Diwana Fokir aar Titumir bechlo ghoti-bari,
    Sopno dyakhar sopno niye aajo kate din,
    Pagla Jogai bhabchhe bose samajta kee clean ??!!
    Kolpo loke bikolperi haatchhanitai daake;
    Soto sotodol uthuk foote bhroshtacharer pnake !!!

    ReplyDelete

FEEL FREE TO WRITE WHAT REALLY YOU ARE FEELING .. I WONT MIND IF IT IS CRAP ;)