মৃত্যু শুধু জন্ম দেবে নতুন খবর
শেষ হয়েছে তোমার সাধের বিছানা পাতা
কেউ তো ধোঁয়ায় মিলিয়ে যাবে কেউবা কবর
তবুও তুমি লোক দেবে রোজ তর্ক করার
জমবে আসর শুনব কথা বুঝব তো কম
প্রমাণ দেবে কোমর বেধে অসততার
দুচোখ খুলে বলবে আমি অন্ধ ছিলাম
আমরা তো আম, অন্ধকারের অভ্যেসেতে
ভাষণ শুনি, পোষন করি তোমার দু-হাত
যে কাল কাটাই, তপন ভেবে, আগুন হাতে
মাঝে শুধু চমকে উঠি শীতলতায়।
প্রশ্ন ওঠে আর কত আর রক্ত খাবে
কি বা আসে যায় বল যার দিন চলে যায়
নাম পদবী খবর সব দেখিয়ে যাবে
মৃত্যু একাই কয়েক প্রাণের পথ ঘেটে দেয়।
No comments:
Post a Comment
FEEL FREE TO WRITE WHAT REALLY YOU ARE FEELING .. I WONT MIND IF IT IS CRAP ;)