- ও দাদা
আপনি হাটতে যাচ্ছেন ?
- অন্ধ
নাকি দেখছেন না হাটছি !
- আহা
আমি এ হাটার কথা বলিনি
- তবে
কি গড়িয়াহাটা-র কথা র বলছেন ।
- আঃ
রসিকতা করছেন কেন ?
-
রসিকতা তো আপনি করছেন মশাই ।
- অমনি
বললেই হল ? আমাকে হাটতে দেখে জিজ্ঞেস করলেন কেন হাটতে যাচ্ছি কিনা । জানেন না আমি
রোজ সকালেই হাটি ।
- ধুত্তেরি
আমি কি এই হাটার কথা বলেছি নাকি ?
- বলেননি
আবার এই শুরুতেই তো বললেন । “হাটতে যাচ্ছেন”
- আঃ
আপনি বুঝছেন না ।
- কেন
বুঝতে যাবো ? বুঝে কি উদ্ধার হবে শুনি । কি পরিবর্তন টা আনবেন বুঝিয়ে হ্যাঁ ?
- আমি
কখন বললাম আমি পরিবর্তন আনবো ?
- এই যে
বলছেন । আপনি এ হাটা নয় অন্য হাটার কথা বলছেন । তা যেটা রোজকার বাইরে তাই তো পরিবর্তন
।
- তা
ঠিক কিন্তু আমি কিন্তু তা বলিনি ।
- ও
তাহলে আপনি ঠিক বলেননি স্বীকার করছেন তো ? আমিও জানতুম আপনি ভুল বলছেন ।
- কি
যাতা বলছেন? ভুল কি বললাম ?
- কেন
আপনি তো বললেন যে আমি ঠিক বললাম ।
- তাই
বলে কি আমি ভুল বললাম ?
- ঠিক
আছে আমিও ঠিক, আপনিও ঠিক । শান্তি ।
- হ্যাঁ
সেটাই তো বলছি ।
- সেটা
ঠিক বলছেন ?
- মনে
তো হয় ।
- কেন
সন্দেহ কি সে ?
- কি সে
আবার সন্দেহ হতে যাবে ?
- ওই যে
কি মনে হয় ঠিক করে উঠতে পারছেন না ।
- আমি
তো শুধু বলছিলাম......
- কি
বলছেন দেখা তো গেলো । আর কিছু বলতে হবে না । হা হা হা ।
- ঠিক
আছে তবে থাক আর বলবো না ।
- চলুন
হেটে আসি বাকি টা ।
- হ্যাঁ রোজই তো হাটছি ।
Darun , ekkebarey onnorokom !
ReplyDeleteThank you Purba di.
ReplyDelete